ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালক রেজাউল করিম নবীকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার। এর আগে মঙ্গলবার (৫ জুলাই) র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা পৃথক পৃথক মামলা করেন। মামলায় মূল আসামি করা হয় রেজাউল করিম নবীকে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাকচালক রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলন শেষে দুপুরে ট্রাকচালক রেজাউল করিম নবীকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ, কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রমুখ।
গত ২৪ জুন সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের বাবলাতলী এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার স্কুলশিক্ষকসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক নওগাঁর মান্দা উপজেলার বড়মুল্লক গ্রামের ইসহাক আলীর ছেলে রেজাউল করিম নবী ও হেলপার পালিয়ে যান।
আরএআর