বরিশালে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা উদযাপনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। এ উপলক্ষে বরিশালের বিভিন্ন এলাকার ঈদগাহ, মসজিদ প্রস্তুত করা হয়েছে ঈদের নামাজ আদায়ের জন্য।
শনিবার (৯ জুলাই) সকাল থেকে বরিশালের উল্লেখযোগ্য ঈদগাহ-মসজিদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, করোনা-পরবর্তী সময়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হতে যাচ্ছে এবার। তারপরও মুসল্লিদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের জামাত আদায়ে আসতে বলা হয়েছে।
জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মহানগরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, নগরীর উল্লেখযোগ্য আরও দুটি মসজিদ হলো জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদ। এই দুটিতে করে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। আব্দুল মান্নান বলেন, বরিশাল নগরীতে কমপক্ষে ৫৫০ এবং জেলা নিয়ে পাঁচ হাজারের অধিক মসজিদ রয়েছে। এসব মসজিদে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদ জামাত শেষ হবে।
এদিকে চরমোনাই দরবার শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। উজিরপুর উপজেলার গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় জামাত, নগরীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, আদালতপাড়া জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে, জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, নেছারাবাদ দরবার শরিফে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম বলেন, ঈদ জামাত নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া সাদাপোশাকেও পুলিশ সদস্যরা থাকবেন।
তিনি আরও বলেন, ঈদকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এনএ