মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা যুবদলের সভাপতি ইয়াসিন সুমন, শহর যুবদলের সাধারণ সম্পাদক বুরজাহান ঢালী, প্রিন্স নাদিম, আতাউর রহমান, আসলাম আহমেদ, মাহবুব হাসান সোহাগ, হারুন অর-রশিদ, রাতুল আহমেদ তপন দর্জি, রায়হান কবির, জেলা ছাত্রদলের সহসভাপতি আবুল হাসেম প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতারা বলেন, যশোরে যুবদল নেতা বদিউজ্জামানকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যা সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।
আরআই