হাঁটতে বের হয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুস সামাদ নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুস সামাদ সকালে হাঁটতে বের হন। সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক পিকআপটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। তবে পিকআপটি চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আব্দুল্লাহ আল মামুন/এসপি