খুলনায় ক্যান্সার রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

খুলনায় ক্যান্সার রোগীদের চিকিৎসায় ২১ ফেব্রুয়ারি রোববার থেকে দুই দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার ও খুলনা সিটি করপোরেশনের যৌথ আয়োজনে নগরীর খালিশপুর লাল হাসপাতালে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।
মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চলা ক্যাম্পে ক্যান্সার রোগীদের রোগ নির্ণয়সহ চিকিৎসা পরামর্শের পাশাপাশি বাসা-বাড়িতে ক্যান্সার রোগিদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হচ্ছে।
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সুজয় কুমার বালা ও ডা. চন্দ্রানী মল্লিকের তত্ত্বাবধায়নে ফ্রি ক্যান্সার ক্যাম্প পরিচালিত হচ্ছে।
এমএএস