ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের এমডি গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাবিবুল্লাহ খান জাবেরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (১৬ জুলাই) বিকেলে ফরিদপুরের আলীপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জাবিউল্লাহ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার ২০ হাজার গ্রাহকের ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা সিআইডি পুলিশের পরিদর্শক মো.জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জেকা বাজারের এমডি জাবিবুল্লাহ খান জাবের দীর্ঘ ১০ মাস ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গ্রাহকদের ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাবের কালুখালী উপজেলা প্রকৌশলী অফিসের রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টে ৩০ হাজার টাকা বেতনে কার্য-সহকারী পদে চাকরি করতেন। ২০২০ সালে রাজবাড়ী চেম্বার অব কমার্সের সদস্য পদ ও পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করেন ই-কমার্স ব্যবসা। এরপর জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়ে মাত্র এক বছরেই ব্যবসার পরিধি বাড়ান রাজবাড়ীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায়। গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
এর আগে ২০২১ সালের ২ নভেম্বর রাজবাড়ী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে জেকা বাজার লিমিটেডের কার্যালয়ে অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের ভেতরে থাকা পণ্য নকল হওয়ায় তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। তখন থেকেই পলাতক ছিলেন জাবের।
একই বছরের ১৬ নভেম্বর গ্রাহকের ৬০ কোটি টাকা নিয়ে বিদেশে পালানোর চেষ্টার অভিযোগে জেকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক জাবিউল্লাহ খান জাবেরসহ চারজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়। মামলা করেন জেকা বাজার লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ ইশানুর রহমান (২৫)।
মামলার অন্য আসামিরা হলেন- জেকা বাজার লিমিটেডের ব্যবসায়িক অংশীদার শুকুর আলী (৬০), মিলন প্রামাণিক (৩৫) ও নায়েব আলী (৪০)। মামলার পর ওই বছরের ২২ নভেম্বর জেকা বাজারের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।
মীর সামসুজ্জামান/এসপি