Dhaka Post

ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১

চেয়ারম্যানের ফ্যাক্টরি থেকে ৬০ কোটি টাকার অবৈধ জাল জব্দ

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৯

চেয়ারম্যানের ফ্যাক্টরি থেকে ৬০ কোটি টাকার অবৈধ জাল জব্দ

জব্দ করা জাল ধলেশ্বরী নদীর তীরে পোড়ানো হয়

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ববিন জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোসাইবাগ পান্না সিনেমা হলের পেছনে সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি, তন্ময় ফিশিং নেট ও রানা মুন্সি ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করে পাগলা কোস্টগার্ড স্টেশন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানে ১ কোটি ৯৭ লাখ মিটার কারেন্ট জাল, বিপুল পরিমাণ ববিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা। এ সময় দুইজনকে আটক করা হলেও গোলাম মোস্তফা পালিয়ে যান। পরে জব্দ করা কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়।

পাগলা কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লে. আশমাদুল বলেন, পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা রাজনৈতিক প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কারেন্ট জালের ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে তার ফ্যাক্টরিতে অভিযান চালায় কোস্ট গার্ড। পরে এসব কারেন্ট জাল ও ববিন জব্দ করা হয়। বাকি আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম, পাগলা কোস্টগার্ড স্টেশনের চিফ পেটি অফিসার সানোয়ার হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান প্রমুখ।

ব.ম শামীম/এসপি

Link copied