গোপালগঞ্জে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহতদের দাফন-শেষকৃত্য সম্পন্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৫ নির্মাণ শ্রমিকের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকালে নিজ নিজ গ্রামের বাড়িতে তাদের দাফন ও শেষকৃত্য করা হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী রেলক্রসিংয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ১৪ জন নির্মাণ শ্রমিকের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। রাতেই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, সকালে ধর্মীয় রীতি অনুযায়ী নিহতদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবার প্রতি ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ শেষে ঢালাইমেশিন ও ১৪ জন শ্রমিক নসিমনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়ায় ফিরছিলেন। ঢালাই মেশিন ও শ্রমিক বহনকারী গাড়িটি কাগদী রেলক্রসিং পার হবার সময় রেল লাইনের ওপর উঠলে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়।
এতে মিক্সার মেশিনটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায় ও ৫ শ্রমিক সুজন মৃধা, পরিতোষ দাস, অমৃত বিশ্বাস, হিরামন বিশ্বাস ও রাজ্জাক সিকদার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরআই