সিলেটে চলন্ত অটোরিকশায় আগুন

সিলেট নগরীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরীর মদিনা মার্কেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. বেলাল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নগরের টুকেরবাজার এলাকা থেকে আম্বরখানা যাওয়ার পথে মদিনা মার্কেট এলাকার শাহজালালাল জামেয়া সংলগ্ন এলাকায় আসামাত্র অটোরিকশাটিতে (সিলেট থ ১২-০০৪৩) আগুন লাগে। গাড়িতে আগুন দেখে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে যান।
খবর পেয়ে সিলেটের তালতলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গাড়িটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।
মাসুদ আহমদ রনি/আরএআর