নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি

আগামী ২৮ জুলাই নতুন করারোপ ছাড়াই খুলনা সিটি করপোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের সম্পূরক বাজেট ঘোষণা করা হবে। সোমবার (২৫ জুলাই) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ১১তম বিশেষ সভায় (বাজেট) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, আগামী মে মাসে অনুষ্ঠিত হবে খুলনা সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচন। সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নেতৃত্বাধীন পরিষদের এবারই শেষ বাজেট। এরই মধ্যে তালুকদার আবদুল খালেককে আবারও মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এদিকে চলতি অর্থবছরের জন্য ৮৬১ কোটি টাকার বিশাল বাজেট তৈরি করা হয়েছে।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আগামী অর্থবছরে কেসিসির বাজেটের আকার বৃদ্ধির বিষয়টি তুলে ধরে বলেন, আসন্ন বাজেটে নতুন নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নির্মাণ ও পুনঃনির্মাণে, খাল খননসহ বাস্তবভিত্তিক অনেক প্রকল্প হাতে নেওেয়া হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে নগরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। বিগত নির্বাচনের প্রাক্কালে নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতিসমূহ স্মরণ করে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
বাজেট বিষয়ে তিনি বলেন, কেসিসির আসন্ন বাজেট হবে বরাবরের মতোই বাস্তবভিত্তিক। অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। করোনা মহামারি, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, যুদ্ধের কারণে প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করছে। সামগ্রিক এ সব পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করা হবে।
কেসিসির মেয়র প্যানেলের সদস্য মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু ও অ্যাডভোকেট মেরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মো. সাইফুল ইসলাম, মো. কবির হোসেন কবু মোল্লা, শেখ মো. আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো. ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, এসএম খুরশীদ আহমেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ইমাম হাসান চৌধুরী ময়না, জেড এ মাহমুদ ডন, ফকির মো. সাইফুল ইসলাম, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মো. আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মো. আজমুল হক, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় কেসিসির ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর বক্তব্য উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম এবং সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
মোহাম্মদ মিলন/আরআই