পুলিশে চাকরি : ছাত্রলীগের জন্য ‘তদবিরে’র সুযোগ চান এমপি

বাংলাদেশ পুলিশে ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দেওয়ার জন্য তদবিরের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছিল। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছে, তারা চাকরি পায় না। এই ছেলেরা কি এতই অযোগ্য?
তিনি আরও বলেন, ছাত্রলীগের ছেলেদের জন্য আমরা এমপি হয়েও রিকোয়েস্টের সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় পাস করার পর ভাইভায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলে-মেয়েরা কিছুটা হলেও চাকরি পাবে। আমার এই মিনতি মন্ত্রীর কাছে।
ওমর ফারুক নাঈম/এসপি