দুই অভিযুক্ত আটক হলেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।
সোমবার দিবাগত রাত ২টায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াসিন।
আটক দুজন হলেন, নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে মো. সাঈদ হাসান রাব্বী (২৭) ও কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে মো. এহসান আহমদ।
এদিকে অভিযুক্ত দুজনকে আটক করা হলেও অবরোধ প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করছে প্রশাসন। যদিও ওই বৈঠকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সোমবার (১ আগস্ট) দিবাগত রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে এ অবরোধ কর্মসূচিতে যোগ দেন হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে বহিরাগতের হামলায় আহত হন মেডিকেলের দুই শিক্ষার্থী। তারা হলেন, তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র ও পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন। পরবর্তীতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলার সঙ্গে জড়িত।
মাসুদ আহমদ রনি/এসকেডি