কেন্দ্রীয় যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রামবাসীর ঝাড়ু মিছিল

মুন্সিগঞ্জ সদর উপজেলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় যুবলীগ নেতা আজমীর শেখকে নারী নির্যাতনকারী, মাদক সম্রাট, কিশোর গ্যাঙের গডফাদার, চাঁদাবাজ অ্যাখ্যা দিয়ে ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান গ্রামের মানুষজন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী, ইউপি সদস্য মহিউদ্দিন আহম্মেদ, যুবলীগ নেতা সোহেল, কামাল, দিপু, তুষার, রাসেল, মিসু, জনি, সানি আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ কবির সোহেল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ সভাপতি রবিউল জিতু, রামপাল কলেজ ছাত্রলীগ সভাপতি পায়েল ফরাজি, সাধারণ সম্পাদক লিয়নসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আজমীর শেখ ঢাকা পোস্টকে জানান, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এসব কর্মসূচি করেছে। যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর কোনোটাই সত্য নয়।
ব.ম শামীম/এমএএস