বুড়োর বিলজুড়ে গোলাপি পদ্ম

প্রতি বছর বর্ষার শেষে ফুটতে শুরু করে সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক পদ্ম। জলজ ফুলের রাণীর উপস্থিতিতে জলাভূমি ও বিল-ঝিলে সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। জলাভূমি ও বিল-ঝিলে ফুটে থাকা পদ্ম ফুল যেকোনো মানুষের মনে জাগিয়ে তোলে অন্যরকম এক অনুভূতি। প্রাকৃতিকভাবে তৈরি এমনই এক গোলাপি পদ্ম ফুলের বিল রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়িয়ায়, যা বুড়োর বিল নামে পরিচিত।
দূর থেকে দেখলে মনে হয় যেন বিলটিতে কেউ ফুলের বিছানা পেতে রেখেছে। প্রতিদিনই এ সৌন্দর্য উপভোগ করতে জেলা-উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে এখানে আসেন দর্শনার্থীরা। তবে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগে বিলের ভেতরে যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে দর্শনার্থীদের।
সরেজমিনে বুড়োর বিলে গিয়ে দেখা যায়, বিশাল এলাকা জুড়ে বিলের মধ্যে ফুটে আছে অজস্র গোলাপি ও সাদা পদ্ম ফুল। দিনের আলোয় এ রং যেন আরও ঝলমলে হয়ে ওঠে। এ ছাড়া অসংখ্য পদ্ম ফুল রয়েছে ফোটার অপেক্ষায়। বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীরা বিলে এসে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করছেন।

কেউ কেউ বিলের মধ্যে হাঁটু পানিতে নেমে স্মৃতি ধরে রাখতে পদ্ম ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলছেন। তবে বিলে যাতায়াতে নৌকা এবং রাস্তা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
বুড়োর বিলে পদ্ম ফুল দেখতে আসা অনিক শিকদার ঢাকা পোস্টকে বলেন, পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতেই এই বিলে আসা। এ বিলে অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে। দেখতে খুব ভালো লাগছে। বিলের পরিবেশটা খুবই সুন্দর। এক কথায় অসাধারণ।
সাগর হোসেন নামে আরেক দর্শনার্থী ঢাকা পোস্টকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে পারি মঠবাড়িয়ায় অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের একটি পদ্ম বিল রয়েছে, যা বুড়োর বিল নামে পরিচিত। আমি এই বিলের সৌন্দর্য উপভোগ করতে পদ্ম বিলে এসেছি। এখানে এসে অনেক ভালো লাগছে।

এর আগেও এখানে এসেছি। তখন অনেককেই পদ্ম ফুল ছিঁড়তে দেখেছি। এতে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। পদ্ম বিলের সৌন্দর্য ধরে রাখতে প্রশাসন এখানে নজর দিয়েছে। দুইজন গ্রাম্য পুলিশ এখানে সার্বক্ষণিক থাকেন। এখন কেউ ফুল ছিঁড়তে পারে না।
সাত বছরের মেয়েকে নিয়ে বালিয়াকান্দি থেকে বুড়োর বিলে এসেছেন আরজু শেখ। তিনি ঢাকা পোস্টকে বলেন, মেয়ে বায়না ধরেছে পদ্ম ফুল দেখবে, তাই তাকে নিয়ে এখানে এসেছি। পরিবেশেটা অনেক সুন্দর। তবে এখানে আসার একমাত্র সড়কটির বেহাল দশা। দর্শনার্থীদের আসতে কষ্ট হয়। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানাই।
স্থানীয় বাসিন্দা খোকন শেখ ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বিলে পদ্ম ফুলের সৌন্দয্য উপভোগ করতে আসছেন।কিন্তু এখানে বসার কোনো ব্যবস্থা নেই। বিলে ঘোরার জন্য নৌকারও ব্যবস্থা নেই। নৌকা না থাকায় অনেকে পানিতে নামতে চান না। এতে অনেক দর্শনার্থী বিপাকে পড়ছেন।

বুড়োর বিলে নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ইদ্রিস শেখ ঢাকা পোস্টকে বলেন, আমরা ইউএনও স্যারের নির্দেশে দুইজন এখানে দায়িত্ব পালন করছি। বিলের মধ্যে থেকে কেউ যেন ফুল ছিঁড়তে না পারে সেদিকে খেয়াল রাখছি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, পদ্মবিলকে ঘিরে পর্যটনের যে সম্ভাবনা তৈরি হয়েছে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। অনেকেই বিলে প্রবেশ করে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন। এতে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ইতোমধ্যে আমরা বুড়োর বিলে সৌন্দর্য রক্ষার্থে দুইজন গ্রাম পুলিশ নিযুক্ত করেছি। তারা সব সময় বিলে নজরদারি করছেন।
আরআই