ফেনীর ফুড কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে স্টার লাইন ফুড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারখানার একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো শ্রমিক হতাহত হয়নি।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.জাকের হোসেন বলেন, অগ্নিকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে আমরা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা আসার পর আর কোনো ভবনে আগুন ছড়িয়ে যেতে দেইনি। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তবে কয়লা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেটি নিয়ন্ত্রণে দুইটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত চলছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও এখন বলা যাচ্ছে না।
স্টার লাইন ফুডের নির্বাহী পরিচালক মো. জাফর উদ্দিন বলেন, এ ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকার শুকনো খাদ্য ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী বলেন, কারখানার কার্টন ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
হোসাইন আরমান/এসপি