নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীকে বেঁধে পেটানোর অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যায় মুঠোফোন চুরির অপরাধে এক প্রতিবন্ধী যুবককে ল্যাম্পপোস্টের সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী ওই প্রতিবন্ধী যুবক হলেন উপজেলার ধানকাঠি ইউনিয়নের মৃত মোতালেব চৌকিদারের ছেলে আব্দুল কাদের চৌকিদার।
স্থানীয়রা বলেন, আব্দুল কাদের একজন সহজ সরল প্রকৃতির ছেলে। বেশ কয়েক বছর আগে শারীরিক সমস্যার কারণে তার পিঠে তিনটি অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই তিনি পাগলের মতো আচরণ করেন।
গত ২-৩ দিন আগে মোহাম্মদ ওমর আলী নামে এক ব্যক্তির মুঠোফোন হারিয়ে যায়। সেই মুঠোফোন রাস্তা থেকে কুড়িয়ে পায় কাদের। ওইদিন সন্ধ্যায় কাদের ওই মুঠোফোনটি পেয়েছে বলে স্থানীয় এক যুবককে দেখিয়ে লক খুলতে বলেন। লক খোলার পর ফোনের প্রোফাইলে ওমর আলীর ছবি দেখে চিনে ফেলেন ওই যুবক।
পরদিন সকালে ওই যুবক ওমর আলীকে বলে তার ফোনের কথা। পরে ফোনসহ ওমর আলী কাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার মুঠোফোন চুরির অপরাধে তাকে সৌরবিদ্যুতের ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করেন ইউপি সদস্য নাজমা বেগম।
কাদেরের প্রতিবেশী হালিমা বেগম বলেন, জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধী কাদের। তার তিনটি অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। কেউ একটি রুটি দিয়ে সারাদিন ঘুরাতে পারবেন। যেখানে খুশি সেখানে নিতে পারবেন। আজ ভিডিও দেখে খারাপ লাগছে। প্রতিবন্ধী জেনেও এভাবে বাঁধাটা উচিত হয়নি।
আব্দুল কাদের চৌকিদারের মা বলেন, জন্মের পর থেকে কাদের বুদ্ধি প্রতিবন্ধী। মানুষের সহযোগিতা নিয়ে তিনটি অস্ত্রোপচার করা হয়েছে। এরপর থেকে বেশি সমস্যা হয়েছে। যে যা বলে তাই করে। তার থেকে বড় কথা এক কথা জিজ্ঞাসা করলে আরেক কথা বলে। আপনারা যা বলবেন সেটা বলবে না। কিন্তু পরে বলবে কী হইছে? আর অনেক ভয় পায় কথা বলতে। মাঝে মধ্যে পাগলামি করায় ঘরে বেঁধে রাখি।
এ বিষয়ে ইউপি সদস্য নাজমা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি কাদেরকে বেঁধে রাখিনি। মুঠোফোন চুরি করেছে কিনা সেটা স্বীকার করানোর জন্য একটি লাঠি নিয়ে তাকে ভয় দেখায়। সে যেন ভয়ে সবকিছু বলে দেয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ বলেন, এ ব্যাপারে আমার কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সৈয়দ মেহেদী হাসান/এসপি