মেলায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মা-বাবার সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক শিশু। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১২ আগস্ট) বিকেলে অভিযুক্ত শরিফ মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শরিফ মিয়া সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খাসেরচর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে মহররম (আশুরা) উপলক্ষে চার দিনব্যাপী গ্রাম্য মেলা বসেছে। সেখানে ভুক্তভোগী ওই শিশুটির বাবা-মা পেঁয়াজু বিক্রি করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটি তার বাবা-মার কাছ থেকে একটু দূরে গেলে শরিফ তাকে মেলার পাশের একটি পেঁপে বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই বাগানে সারারাত শিশুটিকে আটকে রাখে শরিফ। রাতভর তার বাবা-মাসহ স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।
পরে শুক্রবার ভোরের দিকে শিশুটি বাড়িতে ফিরে এসে বাবা-মার কাছে ধর্ষণের ঘটনা জানায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় মাতবররা প্রথমে আপোস-মীমাংসার নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ধল্লা ফাঁড়ির পুলিশ ঘটনাটি জানার পর ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত শরিফকে আটক করে সিংগাইর থানায় নিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আগামীকাল শনিবার আসামি শরিফ মিয়াকে আদালতে পাঠানো হবে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
সোহেল হোসেন/আরআই