শিশুর ক্ষতবিক্ষত লাশ মিলল সেপটিক ট্যাংকে, বোন আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জান্নাতুল ফেরদৌস নামে দুই বছর বয়সী শিশুকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের চরহোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে বিকেলে শিশুটির বড় বোন লাকি আক্তারকে (১২) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে জান্নাতুলকে বড় বোন লাকি আক্তারের কাছে রেখে পাশের এক বাড়িতে যায় মা কুলসুম। বাড়িতে ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ছোট বোনকে হত্যার অভিযোগ আটক করা হয় বড় বোন লাকিকে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও বিভিন্ন আলামত।
নিহতের দাদি হাজের খাতুন জানান, কী কারণে ছোট নাতিকে বড় নাতি কুপিয়ে হত্যা করল বুঝতে পারছি না।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে সেটা জানার চেষ্টা করা করছি।
এদিকে হত্যার অভিযোগে নিহতের বড় বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
উবায়দুল হক/এমএএস