আজকের সর্বশেষ
- দেশের বৃহত্তর করোনা হাসপাতাল চালু আজ
- হায়দরাবাদকে হারিয়ে মুম্বাইয়ের দ্বিতীয় জয়
- নির্দেশনা না মানায় ২২ মামলায় ৬৭ হাজার টাকা জরিমানা
- ভালো আছেন খালেদা, প্রয়োজনে হাসপাতালে চিকিৎসা
- চাঁদে অবতরণে স্পেসএক্সকে বেছে নিল নাসা
- অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে রোগী নিয়ে হাসপাতালে
- টিকা রইল মাত্র সাড়ে ৩৩ লাখ ডোজ
- খুলনায় ৪৭ চেকপোস্টে পুলিশের তদারকি
- বাঁশখালীতে শ্রমিক হত্যার ঘটনায় বিচার বিভাগীয় কমিটির দাবি
- করোনাক্রান্ত বোনের মৃত্যুর খবরে আরেক বোনের মৃত্যু
- করোনায় বাংলাদেশিদের ভিসায় দেশে দেশে ‘না’
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৪

বগুড়ার শাহজাহানপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জন মারা যায়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী শাওন পরিবহনের বাসটি মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হন এবং আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মরদেহগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
সাখাওয়াত হোসেন জনি/এনএ
সারাদেশ এর সর্বশেষ