জেনারেটরের ধোঁয়ায় ৩ যুক্তরাজ্যপ্রবাসীর মৃত্যু : পুলিশ

সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ার বন এলাকায় একই পরিবারের তিন যুক্তরাজ্যপ্রবাসীর মৃত্যুর ঘটনাটি জেনারেটর ধোঁয়ায় ঘটেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৫ জুলাই রাতে বিদ্যুৎ না থাকায় সেই প্রবাসীর কক্ষে দীর্ঘক্ষণ জেনারেটর চালু অবস্থায় ছিল। এ ছাড়া শোবার কক্ষে ভ্যান্টিলেশন না থাকায় ধীরে ধীরে সব ধোঁয়া দরজা দিয়ে রুমে ঢুকে ও শ্বাস-প্রশ্বাসজনিত কারণে দম বন্ধ হয়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : সিলেটে ২ প্রবাসীর মৃত্যুতে মামলা
তিনি এ সময় আরও জানান,সেদিন সকালে জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অচেতন অবস্থায় একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেদিনই লন্ডনপ্রবাসী রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে (১৬) মৃত ঘোষণা করেন ওসমানী হাসপাতালের চিকিৎসকরা। পরে দীর্ঘ তদন্ত ও আলামত সংগ্রহ করে মূল রহস্য উদঘাটন করে পুলিশ।
প্রসঙ্গত, ২৬ জুলাই (মঙ্গলবার) সিলেটের ওসমানীনগরের একটি বাসা থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্যপ্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম (১৬) মারা যান।
আরও পড়ুন : সিলেটে ৫ লন্ডন প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার, দুইজনের মৃত্যু
একই দিন আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) এবং মেয়ে সামিরা ইসলামকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালরে আইসিইউতে ভর্তি করা হয়। পরে গত ৫ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে মারা যান রফিকুলের মেয়ে সামিরা বেগম (২০)।
মাসুদ আহমদ রনি/এনএ