র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাথোরঘোনার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে না পারলেও তিনি রোহিঙ্গা বলে ধারণা করছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম ঢাকাপোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইয়াবা পাচারের খবর পেয়ে লোথোরঘোনা পাহাড়ে যায় র্যাবের একটি দল। অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। এ সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, অস্ত্র এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এসপি