কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বড় বোনের বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্শ্ববর্তী বাজিতপুরের পৌর সদরের মুত্রাপুর এলাকার মৃত আবু মিয়ার ছেলে খুর্শিদ মিয়া (৫৫) ও তার বড় বোন শোভা বেগম (৬০)। শোভা বেগম কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া এলাকার জালাল উদ্দিন ভূঁইয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বোন শোভা বেগমের বাড়িতে ঘর মেরামতের কাজ করতে আসেন ছোট ভাই খুর্শিদ মিয়া। এক সময় ভাই-বোন মিলে ঘরে নতুন টিনের বেড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশি তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী ঢাকা পোস্টকে বলেন, আমি বর্তমানে ঢাকায় রয়েছি। তবে বিষয়টি আমি শুনেছি। ঘরে টিনের বেড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা রাত সোয়া ৮টার দিকে ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যুর খবরটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এসকে রাসেল/আরআই