সিংড়ায় অবৈধভাবে সার মজুত, ৩ ব্যবসায়ীর জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে সার মজুত করার অপরাধে তিন সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছাতারবাড়িয়া ও কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানান, লাইসেন্সবিহীন অবৈধভাবে সার মজুত রাখায় উপজেলার ছাতারবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী সাহাদত আলীর ৩০ হাজার এবং কালীগঞ্জ বাজারের সার ব্যবসায়ী ইমরান হোসেনের ২০ হাজার ও একই বাজারের সোহেল রানার ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন বাজার মনিটরিংয়ের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তাপস কুমার/আরআই