ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ৩

সাভারের আশুলিয়ায় কৌশলে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার (২১ ডিসেম্বর) রাতে সিপিসি-২ র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদানান তফাদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এএসএস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণার শিকার ১৫ জনকে সেখান থেকে উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করা হয়। এ সময় ২০ কপি অঙ্গীকার নামা, ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি ও চারটি মুঠোফোন জব্দ করা হয়।
র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদানান তফাদার বলেন, প্রতারকরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করে প্রতারণা করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএআর