খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মিরাজ (২৮) ও মো. ফাহাদ (২৪)। বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জের বাসিন্দা তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল থেকে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক যশোরের দিকে যাচ্ছিলেন। আড়ংঘাটা বাইপাস সড়কে খুলনাগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
মোহাম্মদ মিলন/এএম