কে হাসবেন শেষ হাসি?

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হলো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। ৭৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছয়জন মেয়র প্রার্থী থাকলেও ভোটাররা জানিয়েছেন, নৌকা প্রতীকের প্রার্থী নায়ার কবিরের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়ার। পাশাপাশি আলোচনায় রয়েছেন বিএনপির মেয়র প্রার্থী জহিরুল হক। তবে কে হাসবেন বিজয়ের হাসি; সেটি দেখতে অপেক্ষা করতে হবে রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন লড়ছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন নায়ার কবির, বিএনপির প্রার্থী জহিরুল হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল মালেক, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া ও আবদুল করিম।
এদের মধ্যে আলোচনায় রয়েছেন নায়ার কবির, মাহমুদুল হক ভূঁইয়া ও জহিরুল হক। তবে মাহমুদুল হক ভূঁইয়াকে নায়ার কবিরের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেন ভোটাররা। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহমুদুল হক। এজন্য জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র। প্রথম মেয়াদ দায়িত্বপালনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হুমায়ূন কবিরের স্ত্রী নায়ার কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। ফলে অন্যদের চেয়ে এগিয়ে তিনি।
তবে বিএনপি প্রার্থীর তুলনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক এগিয়ে আছেন। ফলে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হবে। পৌরসভার ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।
আজিজুল সঞ্চয়/এএম