চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ার আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছোটন ও শামসুল আলম। তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
মুহিববুল্লাহ মুহিব/এএম