সাড়ে ৩ মাসে হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ার চাঞ্চল্যকর আরিফ শিকদার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ডের মাত্র সাড়ে তিন মাতের মধ্যে এ রায় ঘোষণা করা হলো। এর আগে এ মামলার তদন্ত শেষে ২৪ ঘণ্টার মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সাটুরিয়া থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে।
তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
এই রায়ে বাদী পক্ষের লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম। তিনি বলেন, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। সাড়ে তিন মাসের মধ্যে এ হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন হওয়ায় বাদীপক্ষের লোকজন ন্যায় বিচার পেয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী এ কে এম কায়সার।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সালাম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম কায়সার।
সোহেল হোসেন/আরআই