বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিলে এনা পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কৈয়ারবিলের ইসলামনগর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেকুয়ার তারাবনিয়া এলাকার আবু তালেব ও ডুলাহাজারার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে চকরিয়া থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান।
চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আনিসুর রহমান ঢাকা পোস্টকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি।
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মার্জান ঢাকা পোস্টকে বলেন, ইসলামনগর স্টেশনের দুর্ঘটনায় আহত কয়েকজনকে আনা হয়। সেখান থেকে দুইজনের মৃত্যু হয়েছে।
মুহিববুল্লাহ মুহিব/এসপি