সার মজুত করে বেশি দামে বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দাম নেওয়ার দায়ে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি সারের দোকান সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অবৈধভাবে ইউরিয়া সার মজুত করে কৃত্তিম সংকট সৃষ্টি করা হচ্ছে ও সারের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাতকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাগবাটি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ওই বাজারের হাসান এন্টারপ্রাইজকে ৫০ হাজার, সরকার ট্রেডার্সকে ১০ হাজার, মা ট্রেডার্সকে ১০ হাজার ও নজরুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মালিক পলাতক থাকায় আশরাফুল ট্রেডার্সকে সিলগালা করে দেওয়া হয়।
শুভ কুমার ঘোষ/আরআই