খুলনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, খুলনা

১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫ এএম


খুলনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছন মলঙ্গীর ছেলে নাজমুল মলঙ্গী (৩০) ও তার ভাই এনামুল মলঙ্গী(২৫)।

স্থানীয়রা জানান, বিকেলে নাজমুল ও এনামুল মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে রাত ৮টার দিকে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হয়। তখন তারা মারা গেছে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, বিকেলে দুই ভাই মাছের ঘেরে যায়। রাতেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা ঘেরে যায়। সেখানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে। রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দুই ভাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে।

মোহম্মদ মিলন/এমএ

Link copied