ভারতীয় ১৬ জেলেকে সহকারী হাইকমিশনারের কাছে হস্তান্তর

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি,পটুয়াখালী

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম


ভারতীয় ১৬ জেলেকে সহকারী হাইকমিশনারের কাছে হস্তান্তর

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে নৌ-বাহিনীর হাতে আটক ভারতীয় ১৬ জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। পরে তাদের ভারতীয় সহকারী হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২০২২ সালের ২৩৭নং মামলার জামিন মর্মে তাদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা কারাগার থেকে ১৬ জেলেকে গ্রহণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমার।

পটুয়াখালীর জেল সুপারের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং জেলার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন বলেন, আমরা আদালতের জামিন নির্দেশনা পেয়ে ভারতীয় ১৬ জেলেকে তাদের গচ্ছিত মালামালসহ ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমারের কাছে হস্তান্তর করেছি। তারা সকলে হাইকমিশনাররের সঙ্গে দুপুর আড়াইটার দিকে কারাগার ত্যাগ করেছেন।

পরে জেলেরা পায়রা বন্দর থেকে নিজেদের মাছের টলারে করে নৌপথে ভারত রওনা করেন। হস্তান্তরকৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিমবঙ্গ প্রদেশে।

গত ১৯ জুলাই গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নৌ-বাহিনী।

মাহমুদ হাসান রায়হান/এমএএস

Link copied