আধা ঘণ্টা আগেই কেড়ে নেওয়া হলো এসএসসি পরীক্ষার্থীদের খাতা

কিশোরগঞ্জের হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার আধা ঘণ্টা আগেই খাতা কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে এক ঘণ্টা পর ফের ওই আধা ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজেই স্কুলে গিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাকি আধাঘণ্টা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছি। এই কেন্দ্র ভোকেশনালের ১৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্র সচিবসহ কেন্দ্রের শিক্ষকগণ পরীক্ষা গ্রহণে নির্দেশনায় ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে।
তিনি জানান, পরীক্ষা গ্রহণে নির্দেশনার একটি বিষয় এমন ছিল যে, ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটে এবং ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রশ্নপত্রে উল্লেখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নির্দেশনার বিষয়টি ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে। নির্দেশনার শেষ অংশটি না বুঝেই দুই ঘণ্টার পরীক্ষা আধাঘণ্টা আগেই শেষ করে খাতা নিয়ে নেন কেন্দ্রের শিক্ষকরা।
ইউএনও বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের তিনজন হল সুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্র সচিব কাজী আছমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। কথা বলার একপর্যায়ে তিনি ফোন কেটে দেন। তবে তিনিও ভুল বুঝাবুঝির বিষয়টি স্বীকার করেন।
এসকে রাসেল/আরএআর