দিনাজপুরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, দিনাজপুর 

১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পিএম


দিনাজপুরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর ব্যাংকে ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক। 

দিনাজপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ১৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪৮ জন ও ৫টি সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৯ জন সাধারণ ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী। স্বতন্ত্র পদে জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আজিজুল ইমাম চৌধুরী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইমরান আলী সোহাগ/এমএএস

Link copied