টেকনাফে মানব পাচার চক্রের দুই সদস্য আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ এএম


টেকনাফে মানব পাচার চক্রের দুই সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবির থেকে মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ সদস্যরা। 

রোববার (১৮সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ উনছিপ্রাং ২২ নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। 

আটক হওয়া অভিযুক্তরা হলেন, মোহাম্মদ ঈসা (৪০) ও সিরাজুল ইসলাম(৩০)।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসানবারী নূর।

তিনি বলেন, পুলিশের সদস্যরা সন্দেহভাজন দুই রোহিঙ্গাকে আটক করেন। পরবর্তীতে তাদের জিজ্ঞাসা করলে তারা  মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পেশাদার মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য তারা। আটক হওয়া অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ হয়ে অবৈধ পথে বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশু পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা করা হয়েছে।

সাইদুল ফরহাদ/এসকেডি

Link copied