জাপার নেতার বাড়িতে চেক ও টিন নিয়ে হাজির আ.লীগ নেতা

আগুন লেগে পুড়ে যায় ঘরবাড়ি ও নগদ অর্থসহ অনেক কিছু। ফলে ছয়দিন ধরে খোলা আকাশের নিচে থাকছেন জাতীয় পার্টির (জাপা) নেতা আবদুল মালেকসহ তার পরিবারের সদস্যরা। জাতীয় পার্টির কেউ এগিয়ে না এলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা চৌদ্দবাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত জাপা নেতা আব্দুল মালেকের বাড়িতে টিন ও টাকা নিয়ে হাজির হন আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান সোহাগ। ক্ষতিগ্রস্ত পরিবারকে ১২ হাজার টাকার চেক ও চার বান্ডিল টিন দেওয়া হয়। এ সময় সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান নূরল আমিন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নগদ অর্থসহ টিন পেয়ে হাসি মুখে ক্ষতিগ্রস্ত জাপা নেতা আবদুল মালেক বলেন, জাতীয় পার্টির দল করেও আমার দলের কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। অথচ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বাড়িতে এসে সাহায্য করলেন। বিপদে পড়লে বোঝা যায়, আসল বন্ধু কে। ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক উপজেলার সিন্দুর্না ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, তিনি কোন দলের নেতা তা দেখার বিষয় নয়। তিনি বিপদে পড়েছেন তাই সহযোগিতা করেছি, এটি বড় বিষয়।
গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌদ্দবাড়ি এলাকায় ইউনিয়ন জাপা নেতা আব্দুল মালেকের বাড়িতে আগুন লাগে। এ সময় বসতঘর, নগদ অর্থ, ধান, ভুট্টা ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
নিয়াজ আহমেদ সিপন/এএম