দেশে প্রথমবারের মতো কৃষি উদ্যোক্তা খুঁজছেন তারা

বগুড়ায় প্রায় ১০০ কৃষি উদ্যোক্তা নিয়ে ‘উদ্যোক্তা কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ মাইডাস সেন্টারের কনফারেন্স রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু। স্বেচ্ছাব্রতী সংগঠন বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, বিশেষ অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সফল কৃষি উদ্যোক্তা মাসুদুর রহমান মিলন ও কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।
সমাবেশের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের খুঁজে বের করে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। সারাদেশে ক্রমান্বয়ে এমন সমাবেশের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেয়া হবে।
স্বেচ্ছাব্রতী সংগঠন বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যৌথ উদ্যোগে ‘ভরসার নতুন জানালা’ স্লোগানে এ কৃষি উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের প্রধান অতিথি মোহম্মদ শওকত জামিল বলেন, কৃষক আমাদের প্রাণ, কৃষক বাঁচলে আমরা সবাই বাঁচব। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা নিয়ে কৃষকদের দোরগোড়ায় এসেছি।
তিনি বলেন, কৃষক যাতে সহজে, সহজ শর্তে ঋণ নিয়ে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন আমরা সে চেষ্টা করে যাচ্ছি। এজন্য আমাদের এবারের স্লোগান ‘ভরসার নতুন জানালা’। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। সেই লক্ষ্য অর্জনে কাজ করছি আমরা।
এএম