সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে আনসার-সুইপারদের মধ্যে সংঘর্ষ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাতজন আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে এক সুইপারের একটি মোবাইল চুরি হয়। এ নিয়ে হাসপাতালের প্রবেশ পথে থাকা আনসার সদস্যকে জিজ্ঞাসা করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনায় অভিযোগকারী সুইপারকে ক্যাম্পে নিয়ে মারধর করেন আনসার সদস্যরা। তাকে ক্যাম্প থেকে উদ্ধার করতে গেলে অন্য সুইপারদের ওপরও হামলা করেন আনসার সদস্যরা। পরে দুই পক্ষের মধ্যে অধা ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে সুইপাররা ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মোবাইল চুরির ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে।
এসকে রাসেল/এসপি/আরএআর