আইসিইউ পাওয়ার আগেই সাংবাদিকের মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

০৫ অক্টোবর ২০২২, ০৭:৪২ পিএম


আইসিইউ পাওয়ার আগেই সাংবাদিকের মৃত্যু

দীন মোহাম্মদ দীনু

মস্তিষ্কে রক্তক্ষরণে একাত্তর টেলিভিশনের বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সংবাদদাতা দীন মোহাম্মদ দীনু মারা গেছেন। বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একাত্তর টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দীন মোহাম্মদ দীনু অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (৪ অক্টোবর) তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বিধান সরকার বলেন, বিকেল পর্যন্ত তার জন্য পরিবার এবং আমি আইসিইউ’র ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। কিন্তু আইসিইউ’র ব্যবস্থা হওয়ার আগেই মৃত্যুর সংবাদ এলো। তিনি ডেঙ্গু জ্বরেও আক্রান্ত ছিলেন। তবে চিকিৎসকরা এখন পর্যন্ত আমাদের জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর

Link copied