বাবার মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে কিশোরের মৃত্যু

ছুটির দিনে বাবা ঘুমিয়ে থাকার সুযোগে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল মাদ্রাসাছাত্র হাবিব (১৫) ও তার দুই বন্ধু রাকিবুল ইসলাম (১৫) এবং তামিম (১৪)। যশোর- নড়াইল মহাসড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত এবং গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা দুই বন্ধু।
শুক্রবার (০৭ অক্টোবর) বেলা ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপারা উপজেলাধীন বাঘারপাড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নাসিম রেজার ছেলে। আহত রাকিবুল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইকরামুল হকের ছেলে এবং তামিম একই এলাকার টিপু সুলতানের ছেলে।
পুলিশ জানায়, নড়াইলের দিকে যাওয়ার সময় বাঘারপাড়ার ব্রিজের সামনে তিন আরোহীর মোটরসাইকেল ও লাল রঙের একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত হয়। স্থানীয়রা হাবিবের সঙ্গে থাকা আহত দুই বন্ধুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাকিবুলকে খুলনা মেডিকেলে রেফার্ড করেন। রাকিবুলের অবস্থা আশঙ্কাজনক।
নিহত হাবিবের পরিবার সূত্রে জানা যায়, হাবিবের বাবা নাসিম রেজা বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় বাবার ঘুমিয়ে থাকার সুযোগে বাবার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুকে সঙ্গে করে ঘুরতে বের হয় হাবিব।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক হামিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ্যান্টনি দাস অপু/আরএআর