বাল্যবিয়ের বউভাতে জরিমানা গুনলেন বর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিয়ের অপরাধে বউভাতের দিনে বরকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্ৰামে মৃত আসগর আলীর ছেলে বিপ্লবকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গোপনে একটি বাল্যবিয়ে সম্পন্ন হয়। বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা আদর্শ গ্ৰামের অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে গোপালনগর গ্ৰামের মৃত আসগর আলীর ছেলে বিপ্লবের বিয়ে হয়। গোপন তথ্যের ভিত্তিতে এমন খবর জানতে পেরে সোমবার (১৭ অক্টোবর) বউভাতের অনুষ্ঠানে অভিযান পরিচালনা করে বরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বউভাতের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাল্যবিয়ের কুফল নিয়ে জানান ও বাল্যবিয়ে না দিতে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। এছাড়াও পরবর্তীতে এলাকায় কোনো বাল্যবিয়ে ঘটলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
মো. জাহাঙ্গীর আলম/এসএসএইচ