‘ভোট চোররা পালানোর পথ পাবে না’

দেশে ভোট চুরির প্রক্রিয়া আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ভোট চোরদের ওপর কড়া নজর রাখা হচ্ছে। দেশের ভেতর ও বাইরে থেকে তাদের ওপর নজর রাখা হচ্ছে। ভোট চোরেরা পালানোর পথ পাবে না।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন।
ভোট চোরদের তালিকা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা ভোট চোরদের সঙ্গে জড়িত থাকবে, সেটা পুলিশের কিছু সংখ্যক লোক আছে, সরকারি কর্মকর্তা আছে, তাদেরও তালিকা করা হচ্ছে। এবার আর ভোট চুরির কোনো সুযোগ দেওয়া হবে না।
দেশে নীরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ দুই বেলা খেতে পারে না। অধিকাংশ এলাকা আজ অন্ধকারে নিমজ্জিত। ৪০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। সেখানে তারা (ক্ষমতাসীনরা) কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, আট হাজার কোটি টাকা দিয়ে ভোট চুরির মেশিন ইভিএম কিনছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়াও এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, শরিফুল আলম, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ।
উবায়দুল হক/এমএইচএস