পাকুন্দিয়ায় বিএনপির ১০৬ নেতাকর্মীর জামিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সাথে সংঘর্ষের মামলার আসামি বিএনপির ১০৬ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক মো. সায়েদুর রহমান খান তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুর হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও কামাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপির তিন নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর পাকুন্দিয়ার সৈয়দগাও চৌরাস্তা মোড় এলাকায় বিএনপি সমাবেশ করেছিল। এই সমাবেশ কেন্দ্র করে পরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ২০ সদস্যসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন।
ওই ঘটনায় ১৪০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনের নামে আতঙ্ক ও বিশৃংখলা সৃষ্টি, পুলিশের কর্তব্য কাজে বাধাদান এবং সাধারণ জনগণের ওপর হামলা, ভাঙচুর ও ক্ষতিসাধনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের অভিযোগ আনা হয়।
এসকে রাসেল/এনএফ