ভাসানচরে দিনভর বৃষ্টি, জোয়ারের প্রভাব নেই

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নোয়াখালী 

২৪ অক্টোবর ২০২২, ০৯:২৬ পিএম


ভাসানচরে দিনভর বৃষ্টি, জোয়ারের প্রভাব নেই

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে দিনভর দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে বেড়িবাঁধ থাকায় জোয়ারের প্রভাব থেকে মুক্ত ভাসানচর। 

সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। 

তিনি বলেন, দিনভর বৃষ্টি হয়েছে। রোহিঙ্গারা নির্ভয়ে রয়েছেন। প্রতিদিনের মতো আজ বিকেলেও রোহিঙ্গা শিশুরা খেলাধুলা করেছে। স্বাভাবিক জীবনযাপন করছেন তারা। 

হুমায়ুন কবির বলেন, বেড়িবাঁধ থাকায় সব থেকে ভাসানচর নিরাপদ রয়েছে। জোয়ারের কোনো প্রভাব এখানে নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই আন্তরিক রয়েছে। 

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভাসানচরসহ দুর্যোগকবলিত সকল স্থানে পুলিশ সদস্যরা কাজ করছেন। সদর দপ্তরের নির্দেশনা মানা হচ্ছে।  উপকূলীয় বিভিন্ন ফাঁড়িতে স্থানীয় বাসিন্দারা অবস্থান করছেন। এছাড়াও শুকনো খাবার বিতরণসহ সকল পর্যায়ে পুলিশ সহযোগিতা করছে।

হাসিব আল আমিন/আরএআর

টাইমলাইন

Link copied