গোপালগঞ্জে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল ২ নারীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা বাতাসে ঘরের ওপর গাছ পড়ে দুই নারী নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোরব) রাতে উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খাঁর স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর। তিনি জানান, সোমবার সারা দিন সিত্রাংয়ের প্রভাবে জেলায় প্রচণ্ড ঝড় বয়ে যায়। ঝড়ের সময় পাচকাহনিয়া গ্রামের রেজাউল খানের স্ত্রী শারমিন বেগম ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। এ সময় একটি পুরোনো খেজুরগাছ ভেঙে পড়ে তার ঘরের ওপর। পরে তিনি নিচে চাপা পড়ে মারা যান।
অন্যদিকে বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম রাতে ঝড়ের সময় ঘরে শুয়েছিলেন। এ সময় ঘরের পেছনের একটি চম্পল গাছ ভেঙে পড়ে। ঘরের নিচে চাপা পড়ে তিনি মারা যান। স্থানীয়রা রাতেই ঘরের ওপর থেকে গাছ অপসারণ করে তার মরদেহ উদ্ধার করে।
টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পরিবারগুলোকে সরকারিভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান ও এক সপ্তাহের জন্য শুকনো খাবার, চাল দেওয়া হয়েছে।
আশিক জামান/এসপি