বিদ্যুতের খুঁটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিটঘর ইউনিয়ন টিয়ারা গ্রামের হাজী ফুল মিয়ার বাড়ির পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে।
নিহত মো. রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন কানিউচ্চ গ্রামের মো. আলী মিয়ার ছেলে। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কাজ করতেন।
নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। লাইন ঠিক করার জন্য আজ সকালে রিপন খুঁটিতে উঠলে খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবপুর জরিনা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহাদুর আলম/এসপি