হরতাল-ধর্মঘট করত বিরোধী দল, এখন করছে সরকারি দল : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ধর্মঘট দিয়ে খুলনার গণসমাবেশ বানচাল করতে না পেরে তাদের লালিত ক্যাডারদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এতদিন হরতাল-ধর্মঘট করত বিরোধী দল, এখন করছে সরকারি দল। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও সরকারের বুক কাঁপে না।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে খুলনায় ক্ষমতাসীন দলের হামলায় আহত বিএনপি নেতা-কর্মীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খালিশপুর, ফুলতলাসহ বিভিন্ন জায়গায় আহত নেতা-কর্মীদের দেখতে যান ও আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি ক্ষমতাসী দলের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিএনপি অফিস পরিদর্শন করেন। এরপর তিনি অসুস্থ মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনকে দেখতে তার বাসায় যান।
এ সময় বিএনপি নেতা রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহীর, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আলী আক্কাস, কে এম আশরাফুল আলম নান্নু, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ইশতি, সাইফুল ইসলাম সান্টুসহ অনেকে।
এদিকে রাতে এক বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতারা।
মোহাম্মদ মিলন/এমএ