দীর্ঘ এক মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ এক মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি শুল্ক কার্যালয়ের তথ্যমতে, বিভিন্ন কারণে দীর্ঘ এক মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকেলে ভারতীয় একটি ট্রাক ৩০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখন থেকে নিয়মিত পেঁয়াজ আমদানি করা হবে।
স্থানীয় বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. তমেজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে দেশি পেঁয়াজের দাম মানুষের হাতের নাগালে। বাজারে দেশি পেঁয়াজ ২৫ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সেখানে ভারতীয় পেঁয়াজের দাম প্রায় সমান সমান।
হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বলেন, ভারত সরকার জানুয়ারি মাসে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার পর পেঁয়াজ আমদানি করে বড় ধরনের লোকসান গুনতে হয়। লোকসানের কারণে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজের দাম ভালো পেলে বেশি পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হবে।
মো. মাহাবুর রহমান/ওএফ