বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক হেনা

বগুড়া জেলা বিএনপির সভাপতি পদে পৌর মেয়র রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক পদে সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা নির্বাচিত হয়েছেন। শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির কাউন্সিল শেষে বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে সাবেক ছাত্রদল নেতা সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল নির্বাচিত হয়েছেন।
সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী আজগর আলী বলেন, সভাপতি পদে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ হাজার ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি সাইফুল ইসলাম পেয়েছেন ৯১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।
এর আগে দুপুর ১২টায় শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুর ২টায় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন শুরু হয়। নির্বাচনে জেলার ২২টি ইউনিটের দুই হাজার ২২২ জন ভোটারের মধ্যে দুই হাজার ১৬৬ জন ভোট দেন।
আলমগীর হোসেন/আরএআর