সিরাজগঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২, আহত ৫

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দোবিরগঞ্জ এলাকায় বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলাধীন দোবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার সাইখোলা গ্রামের মৃত শেরু খাঁ'র ছেলে ঠান্ডু (৪৫) ও মৃত আতাহার প্রামানিকের ছেলে সামাদ (৪৫)। দুজনই পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঢাকা পোস্টকে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের সাথে বিপরীতগামী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আহতদের মধ্যে একজন বাসের যাত্রী ও বাকি চারজন গরুবাহী নসিমনে ছিলেন। আহত ও নিহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
শুভ কুমার ঘোষ/আরকে